Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নবীনগরে পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৫:৫২ পিএম


নবীনগরে পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের উত্তর পাড়ার রসুন আলীর স্ত্রী রোকেয়া বেগম গর্ভবতী ছিলেন, শনিবার রাতে হঠাৎ করে রক্তপাত শুরু হলে তিনি বাড়ির পাশে পুকুরে রক্ত পরিষ্কার করতে পানিতে নামেন। ওই স্থানেই প্রসব ব্যথা উঠে পানিতে গর্ভপাত হয়ে গেলে নবজাতকটি পানির নিচে তলিয়ে যায়।

রাতের অন্ধকারের কারণে নবজাতক শিশুটি খোঁজে পাওয়া যায়নি। সকালে শিশুটি পানিতে ভেসে বেড়াচ্ছে দেখে, স্থানীয়রা পুলিশকে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছেন।

নবীনগর থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া নবজাতকের মা রোকেয়া বেগম কিছুটা মানুষিক রোগী।

ইএইচ

Link copied!