বাহুবল (হবিগঞ্জে) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৪, ০৭:০০ পিএম
বাহুবল (হবিগঞ্জে) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৪, ০৭:০০ পিএম
হবিগঞ্জের বাহুবলে উজিরপুর রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
ঘটনাটি ঘটেছে রোববার বিকাল ৫টার দিকে উপজেলার হামিদনগর এলাকার উজিরপুর রাস্তায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের হামিদনগর এলাকার উজিরপুর রাস্তার পাশে কাপড়ে দিয়ে মুড়ানো একটি বাচ্চাকে দেখতে পায় পথচারীরা।
এ সময় স্থানীয় উজিরপুর গ্রামের ও আশপাশের লোকজন এগিয়ে এসে বাচ্চাটিকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে তারা সেখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চাটি সুস্থ আছে বলে জানান। বর্তমানে বাচ্চাটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার দায়িত্ব নিবে কে এ নিয়ে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুমাইয়া খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাচ্চাটিকে এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইএইচ