Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু ফারজানা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৮:১৭ পিএম


নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু ফারজানা

সাভারের আশুলিয়ায় একটি সেপটিক ট্যাংক থেকে ফারজানা (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে জানা যায়নি।

রোববার দুপুরে আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া মোতালেব মিয়ার সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারজানা (৮) রংপুর জেলার পীরগছা উপজেলার ছেছাকান্দী গ্রামের মানিক মিয়ার মেয়ে। সে আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া এলাকার নানা ইদ্রিস মিয়ার বাড়িতে বেড়াতে আসে।

পুলিশ জানায়, গত তিনদিন আগে নিহত ফারজানা তার পরিবারের সাথে নানা ইদ্রিস মিয়ার বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে ৯টার পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে পার্শ্ববর্তী মোতালেব মিয়ার সেপটিক ট্যাংকে শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। হত্যা নাকি দুর্ঘটনা তদন্ত শেষে জানা যাবে।

ইএইচ

Link copied!