Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রপ্তানিতে বিশেষ অবদানের জন্য ৪র্থ বারের মতো ট্রফি পেলেন রিমা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৪, ০৫:১৬ পিএম


রপ্তানিতে বিশেষ অবদানের জন্য ৪র্থ বারের মতো ট্রফি পেলেন রিমা

নোয়াখালীর চাটখিলের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফের স্ত্রী চাটখিলের পুত্রবধূ কানিজ ফাতেমা রিমা জাতীয় রপ্তানিতে বিশেষ অবদানের জন্য টানা চতুর্থবারের মতো জাতীয় রপ্তানি ট্রফি (ব্রোঞ্জ) ও সনদ সম্মাননা পেলেন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ব্যুরোর বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রিমা এই ট্রফি গ্রহণ করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।  

ইব্রাহিম নিট এন্ড গার্মেন্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কানিজ ফাতেমা রীমা ৪র্থ বারের মতো এই ট্রফি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ. এম ইব্রাহিম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফরিদা খানম সাকি, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ. এম আলী তাহের ইভু, চাটখিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ.এন মাহমুদ চৌধুরী জুয়েলসহ সাংবাদিক ও সুশীল সমাজ এবং ব্যাবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!