রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৪, ০৯:২৭ পিএম
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৪, ০৯:২৭ পিএম
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা ও ধরলা নদী অববাহিকায় অবস্থানরত ভাঙন ও বন্যা কবলিত ৪শত অসহায় পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫জুলাই) বিকালে উপজেলার ছিনাই ইউনিয়নে দুশত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আসাদুজ্জামান,উপজেলা এমপির প্রতিনিধি সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুল হক নুরু।শুকনো খাবার প্যাকেটে আছে চিড়া, মুড়ি, বিস্কুট, স্যালাইন, মোমবাতিসহ পানি বিশুদ্ধকরন ট্যাবলেট।
একইদিনে বিদ্যানন্দ ইউনিয়নে ভাঙন কবলিত ও বন্যার্ত দুইশত পরিবারের মাঝে দশ কেজি চাল বিতরণ করেন চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম।এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ সদস্য শেফারুল ইসলাম,ছিনাই ইউনিয়ন পরিষদ সদস্য খালিদ হাসান, সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সোবহান ব্যাপারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
আরএস