Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মোটরসাইকেল চুরির জেরে যুবককে গুলি করে হত্যা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৪, ০৯:৩১ পিএম


মোটরসাইকেল চুরির জেরে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরির দ্বন্দ্বের জেরে যুবককে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয়।

সোমবার বিকেল ৪টার দিকে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সরদার বাড়ীর মনু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩২)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী নাছিম আক্তার জানান, বিকেল ৪টার দিকে জসিম উদ্দিন গোসল করে খাবার খেতে প্রস্তুত হচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী বরপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সায়মনসহ মোটরসাইকেল যোগে আসা ৩ যুবক নিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় সায়মন তাকে গুলি করে পালিয়ে যায়। এর আগে রবিবার ভোর ৫টার দিকে সায়মনসহ ৩ যুবক এসে জসিম উদ্দিনকে হত্যা করবে বলে নাছিমা আক্তারকে হুমকি দিয়ে যায়।

তিনি আরো জানান, ১ মাস পূর্বে সায়মনের একটি মোটরসাইকেল জসিম উদ্দিন চুরি করে নিয়ে যায়। এরপর থেকে তিনি বাড়ীতে ছিলেন না। স্ত্রী নাছিমা আক্তারের সাথে যোগাযোগ রাখেননি। গত ৩ মাস পূর্বে জসিম উদ্দিনের একটি মোটরসাইকেল চুরি হয় বলে দাবি করেন স্ত্রী নাছিমা আক্তার।

এ ঘটনায় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএস

Link copied!