Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আদিবাসীদের মতবিনিময়

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৪, ১১:০৮ পিএম


মধুপুরে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আদিবাসীদের মতবিনিময়

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদিবাসীদের ভূমি সমস্যা ও অন্যান্য সমস্যা নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কারিতাস আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসূলপুর জাতীয় উদ্যানের সহকারী বন সংরক্ষক আশিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষন কর্মকর্তা ট্রেইনি ইব্রাহিম সাজ্জাদ, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা (ট্রেইনি) শাহিনুর আলম, রসূলপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক, সিএমসি কমিটির সভাপতি ও মধুপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস যষ্ঠিনা নকরেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিজিএমের সভাপতি মি. অজয় এ মৃং।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!