Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

মানিকগঞ্জে হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৫, ২০২৪, ১১:১৯ পিএম


মানিকগঞ্জে হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা রাকিব মোলা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিব মোল্লা উপজেলার দশচিড়া এলাকার লাবলু মোল্লার ছেলে। তিনি উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে রাকিব মোল্লা ও আলমগীর হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জেরে রাকিব মোল্লা ও আলমগীর হোসেন শিবালয় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

মাস খানেক আগে আলমগীর হোসেনের লোকজনকে মারধর করেন রাকিব মোল্লা। এরপর গত ৭ জুলাই সন্ধ্যায় স্থানীয় দশচিড়া খেলার মাঠে প্রতিপক্ষের লোকজন রাকিব মোল্লাকে কুপিয়ে আহত করে পালিয়ে যান।

শিবালয় থানার ওসি আবদুর রউফ সরকার জানান, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!