Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

৯ লাখ টাকাসহ চোরকে গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

জুলাই ১৬, ২০২৪, ১২:৪৭ এএম


৯ লাখ টাকাসহ চোরকে গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ

৯ লাখ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। গ্রেপ্তার শহিদ মাঝি (৩০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।

সোমবার টাঙ্গাইলের পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার গোলাম সবুর জানান, গত ১১ জুলাই দুপুর ১২টার দিকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে বাসার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তিনি টাঙ্গাইল পৌর শহরের ললিতা ফার্মেসির সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে ১০ লাখ টাকা চুরি হয়ে যায়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ঘটনার দিনই মামলা দায়ের করেন তিনি। মামলার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামি শহিদ মাঝিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!