পার্বত্যাঞ্চল প্রতিনিধি:
জুলাই ১৬, ২০২৪, ০৫:২০ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি:
জুলাই ১৬, ২০২৪, ০৫:২০ পিএম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.আফসার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপঅধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি।
এসময় মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মো.তফিকুল ইসলাম মাটিরাঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. জয়নব বিবি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি, ছাত্র-ছাত্রীদের বলেন, পড়াশোনা পাশাপাশি খেলা ধুলায় শরীর ও মন ভাল রাখে। খেলাধুলা ও সাংস্কৃতিক মনোনিবেশে মাদক থেকে দূরে রাখে। প্রধান অতিথি মাটিরাঙ্গা জোনের পক্ষ হতে এত বিদ্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসাইন রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বিআরইউ