Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

জুলাই ১৬, ২০২৪, ০৮:৩১ পিএম


ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টায়  ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, মাদকের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না, এবিষয় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

বাল্য বিয়ে বন্ধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে, এছাড়া আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বোরহান উদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী,জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। এতে আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!