তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৪, ০১:৫৪ পিএম
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৪, ০১:৫৪ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কোটাবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুধু করে। পরে শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে, মিছিলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নেয়৷
বিক্ষোভ মিছিল শেষে তেঁতুলিয়া তেঁতুলতলায় অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে তাদের বক্তব্য তুলে ধরেন, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন । শান্তিপূর্ণ ভাবেই পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষ করে৷
ইএইচ