Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পুলিশ-ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের থেমে থেমে সংঘর্ষ, রণক্ষেত্র সাভার

শরিফ শেখ, সাভার থেকে

শরিফ শেখ, সাভার থেকে

জুলাই ১৮, ২০২৪, ০৩:৩৪ পিএম


পুলিশ-ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের থেমে থেমে সংঘর্ষ, রণক্ষেত্র সাভার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বন্ধ করে দেয় যান চলাচল।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে অগ্রসর হলে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সাথে থেমে থেমে সংঘর্ষে জড়ায় পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ পাকিজা অতিক্রম করে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধরে ক্যাম্পাসের দিকে অগ্রসর হলে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা।

প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কের মধ্যে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতা কর্মীদের থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় সাভার বাজার বাসস্ট্যান্ডে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে-ও পরিস্থিতি শান্ত করতে পারেনি। থেমে থেমে সংঘর্ষ চলছে।

ইএইচ

Link copied!