Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলা প্রতিনিধি:

জুলাই ১৮, ২০২৪, ০৫:১১ পিএম


পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ার উত্তর সরুটিয়া নিজ বাড়ির পাশে ওয়াপদা বাঁধের সুইচ গেটের পানিতে ডুবে সোহাগ (৮) নামের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ২.৩৫ মিনিট উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের  তালা চাবির মিস্তিরি বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

চালা চাবির মিস্তিরি বাবুলের ছেলে শিশু সোহাগ ওই বাড়ির বাবুলের দ্বিত্বীয় স্ত্রীর প্রথম সন্তান ।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোহাগ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল।কোন এক সময় সঙ্গী সাথি ব্ন্ধুদের সাথে খালপাট স্লুইচ গেটে গোসল করতে যায়। গোসলে কোন এক পর্যায় সোহাগকে দেখতে না পেয়ে বাড়িতে খবর দেয়। বাড়ীরলোক জন  শিশুটিকে পানি থেকে উদ্ধার করে।পরে পরিবারের লোকজন তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কৌশিক খান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. কৌশিক খান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।

তিনি বলেন, ‘বর্ষকাল আসছে, তাই যে-সব পরিবারের ছোট ও সাঁতার না জানা শিশু আছে সেসব পরিবারের লোকজনকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।’

বিআরইউ
 

Link copied!