Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, আহত ২৫

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৪, ০৬:০৪ পিএম


দিনাজপুরে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, আহত ২৫

দিনাজপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানা পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল নিক্ষেপ ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

কোটা আন্দোলনকারীরা দিনাজপুর শহরে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চারু বাবুর মোড় এলে ছাত্রলীগ যুবলীগ তাদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে কোটা আন্দোলনকারী-ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী লীগের ২৫ জন নেতাকর্মী আহত হয়। জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে সেই সাথে প্রায় ২০টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা।

এ সময় পুলিশ ১০ থেকে ১২ রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এ সময় তিনজনকে পুলিশ আটক করে।

দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়, লিলির মোড়, মডার্ন মোড় ও চারু বাবুরমরসহ শহরজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ-যুবলীগ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আন্দোলনকারীদের উপর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।  

দিনাজপুর পুলিশ সুপার আহমেদ বলেছেন, এটি শুধু ছাত্রদের আন্দোলন নয় এতে অনুপ্রবেশ করেছে বিএনপির জামাত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

ইএইচ

Link copied!