Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন, একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

জুলাই ১৮, ২০২৪, ০৭:১০ পিএম


চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন, একজনের মৃত্যু

চট্টগ্রাম চান্দগাঁও থানার বহদ্দারহাট পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে হামলাকারী কারা তাৎক্ষণিক জানা যায়নি। 

এ সময় তারা থানার মূল ফটক ভাঙচুর করে এবং ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তবে তারা থানার ভেতরে ঢুকতে পারেনি। এর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

এদিকে বহদ্দারহাট এলাকায় একজন নিহতের খবর পাওয়া গেছে। 

নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, একজনকে বহদ্দারহাট এলাকা থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

ইএইচ

Link copied!