Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নরসিংদী কারাগার থেকে পলাতক ২১৬ বন্দির আত্মসমর্পণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৪, ০১:৫০ পিএম


নরসিংদী কারাগার থেকে পলাতক ২১৬ বন্দির আত্মসমর্পণ

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২১৬ জন বন্দি গত দুই দিনে আত্মসমর্পণ করেছেন বলে খবর পাওয়া গেছে।

কারাগারে হামলায় জড়িত সন্দেহে বুধবার দুপুর পর্যন্ত ২১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া কারাগার থেকে পলাতক দুই ‍‍`জঙ্গি‍‍` ধরা পড়েছেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম জানিয়েছেন, ‍‍`মঙ্গলবার পর্যন্ত ১৩৬ জন বন্দি আত্মসমর্পণ করেছিলেন। আজ দুপুর ১২টা পর্যন্ত ৮০ জন আত্মসমর্পণ করেছেন।‍‍`

পুলিশ সুপার (এসপি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ‍‍`কারাগারে হামলার অভিযোগে গতকাল ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ দুপুর পর্যন্ত আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কারাগার থেকে পলাতক দুই নারী জঙ্গি রয়েছেন।

ইএইচ

Link copied!