চট্টগ্রাম ব্যুরো
জুলাই ২৪, ২০২৪, ০৫:৪১ পিএম
চট্টগ্রাম ব্যুরো
জুলাই ২৪, ২০২৪, ০৫:৪১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে ২৬টি মামলায় ৬২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এ পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশ ১১ মামলায় ৩০০ জন ও মেট্রোপলিটন পুলিশ ১৫টি মামলায় ৩২৭ জনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম শফিউল্লাহ বলেন, বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও সহিংস ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সিএমপির এডিসি (মিডিয়া) মো. তারেক আজিজ বলেন, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় সিএমপিতে ১৫টি মামলায় ৩২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইএইচ