Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে ৫০ হাজার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৪, ০৬:২৭ পিএম


ফেনীতে ৫০ হাজার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

দেশের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলার সদর আসনের ৫০ হাজার অসহায় মানুষের মাঝে শুকনো বিতরণ শুরু করা হয়েছে।

বুধবার বিকালে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধনকালে নিজাম উদ্দিন হাজারি বলেন, চলমান পরিস্থিতিতে দরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। তাদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এরই ধারাবাহিকতায় আমরা ফেনীতে ৫০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান সুশেন চন্দ্র শীলসহ দলীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!