নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৪, ০৭:২৭ পিএম
নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৪, ০৭:২৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৬০০ জন নিম্নআয় ও ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে নগদ টাকাসহ খাদ্য সহায়তা দিয়েছে নোয়াখালী পৌরসভা।
বুধবার বেলা ১১টায় নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল এসব সহায়তা প্রদান করেন।
চলমান কারফিউতে পৌর কর্তৃপক্ষের এমন সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষগুলো।
মো. করিম নামের এক রিকশাচালক বলেন, গত এক সপ্তাহ রাস্তায় লোকজন না থাকায় কোনো রোজগার নাই। ছেলে-মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। আজ চাল এবং নগদ ৩০০ টাকা দিয়েছেন মেয়র। কয়েকদিন বাচ্চাদের নিয়ে ডাল-ভাত খেতে পারবো।
তৃতীয় লিঙ্গের সদস্য কলি (২৮) জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মেয়র শহিদুল্লাহ খান সোহেল আমাদের ৫০ জনকে সহায়তা দিয়েছেন। আমরা উনার কাছে কৃতজ্ঞ।
মেয়র শহীদুল্লাহ খান সোহেল বলেন, নিম্ন আয়ের মানুষজনকে সাময়িকভাবে সহায়তা করতে পেরেছি বলে ভালো লাগছে। চলমান সহিংসতায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো জনগণের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ নষ্ট করে তারা নিজেরাই নিজেদের সম্পদ নষ্ট করেছে। এ ধরনের দুর্বৃত্তদের যেখানে দেখবেন আপনাদের আশপাশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
এ সময় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পালসহ পৌর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচ