Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশাল থেকে বাস ও লঞ্চ চলাচল শুরু

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ২৫, ২০২৪, ০৩:৫৩ পিএম


বরিশাল থেকে বাস ও লঞ্চ চলাচল শুরু

বরিশালে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। জেলায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অপরদিকে মেট্রোপলিটন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বরিশালের সর্বত্র জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।

বরিশালে গণপরিবহন চলছে এবং ব্যাংক-বিমা-অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কারফিউ শিথিল হওয়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে প্রয়োজনীয় কাজে আসা ব্যক্তিরা অনেকটা স্বস্তি পেয়েছে।

তারা বলছেন, পরিস্থিতি এমনই থাকুক, তারা কোনো অস্থির বা অস্থিতিশীল পরিবেশ চান না। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছে। তবে কারফিউ সন্ধ্যা ৬টার পর হওয়াতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ গেলদিন ছাড়েনি।  

উল্লেখ্য, কারফিউ শুরুর পর গত শনিবার থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

ইএইচ

Link copied!