Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় এমপি কালামের জন্মদিন পালন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৪, ০৪:৩৫ পিএম


বাগাতিপাড়ায় এমপি কালামের জন্মদিন পালন

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ৬৯তম জন্মদিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা দলিল লেখক সমিতির সভাকক্ষে তার জন্মদিন পালন করা হয়।

বাগাতিপাড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রুহুল আমিন সরকারের সভাপতিত্বে সংসদ সদস্যের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আনিচুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সমিতির উপদেষ্টা স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সাদেকুর রহমান, সহ-সভাপতি শাহ আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, কোষাধক্ষ মো. জিন্নাত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক নান্নু, পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম রাজীবসহ দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাগাতিপাড়া পৌর এলাকার সোনাপাতিল জামে মসজিদের ঈমাম মওলানা মো. রমজান আলী। শেষে উপস্থিত সকলের মাঝে জন্মদিনের কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!