Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খেলাধুলার মধ্যদিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হবে: এমপি বাবুল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৪, ০৫:২৭ পিএম


খেলাধুলার মধ্যদিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হবে: এমপি বাবুল

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, প্রতিটি গ্রামে খেলাধুলার পরিবেশ সৃষ্টির মধ্যদিয়ে মানসম্মত খেলোয়াড় তৈরি করতে হবে। কারণ একজন খেলোয়াড় যেমন মাদক সেবন করতে পারে না, তেমন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। তাই খেলাধুলার মধ্যদিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হবে।

যশোরের অভয়নগরে শহিদ বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খাঁন স্মৃতি স্মরণে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চন্দ্রপুর যুবসমাজের আয়োজনে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর ফুটবল মাঠ প্রাঙ্গণে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জামরিলডাঙ্গা ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে নওয়াপাড়া প্রফেসরপাড়া চ্যাম্পিয়ন হয়েছে।

সিদ্ধিপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান খানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ডা. সাফিয়া খানম, সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান বাবু খেলার উদ্বোধন করেন।

সিদ্ধিপাশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল হাচানের সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল হক লিখন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি জাহাঙ্গির হোসেন প্রমুখ।

এর আগে বিকাল ৫টায় একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে জামরিল ডাঙ্গা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে নওয়াপাড়া প্রফেসর পাড়া বিজয় হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধ শেষে ১ গোলে এগিয়ে ছিল জামরিল। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে নওয়াপাড়া। এরপর আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে নওয়াপাড়া টানা চাঁর শটে গোল করে আর জামরিল প্রথম শটে গোল করলেও এরপর টানা তিন শট মিস করে।

ইএইচ

Link copied!