Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৪, ০৬:০৪ পিএম


নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নবীনগর উপজেলার বড় বাংগরা বাইতুন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের হাফিজ মিয়ার ছেলে গোলাম রাব্বি (২৫) ও মালাই গ্রামের কাদির চৌধুরীর ছেলে পিয়াস চৌধুরী মোটরসাইকেল নিয়ে নবীনগরের দিক আসছিলেন, বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন মুরাদনগর উপজেলার বাংগরা থানার বায়রা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২২) এ সময় নবীনগর উপজেলার বড় বাংগরা বাইতুন জামে মসজিদের সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে সাব্বির মিয়া ঘটনাস্থলে মারা যায়।

গুরুতর আহত গোলাম রাব্বি ও পিয়াস চৌধুরীকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে দুজনেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!