Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

চরফ্যাশনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৪, ০৬:২৪ পিএম


চরফ্যাশনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

ভোলার চরফ্যাশনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ‘অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় উপজেলার পৌরসভাসহ ২১ ইউনিয়নে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৩ শতাধিক কৃষকের মাঝে রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট, ২১ প্রকারের বীজ, ফলের চারা গাছ, নেট, পানির জার, পাত্র ইত্যাদি বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আজম ছানাউল্লাহসহ বিভিন্ন ব্যক্তি ও কৃষকরা।

এ প্রকল্পের আওতায় জনপ্রতি ১.৫ শতক জমিতে সবজি চাষের জন্য উপজেলার ইউনিয়নের মোট ৩ শতাধিক কৃষককে সরকারি এ সুবিধা প্রদান করা হলো।

ইএইচ

Link copied!