Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

ঝিনাইদহে পিকাপের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৪, ০৭:৪০ পিএম


ঝিনাইদহে পিকাপের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহে পিকাপের ধাক্কায় কলেজছাত্র মোটরসাইকেল চালক ইকবাল হোসেন (১৯) নিহত হয়েছেন।

এ সময় সঙ্গে থাকা পারভেজ হোসেন (২০) নামে আরেক আরোহী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বৈডাঙ্গা বাজারের ইটভাটার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে হলিধানী বাজারের দিকে আসছিল। পথমধ্যে বৈডাঙ্গা বাজারের ইটভাটার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের সজোরে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত পারভেজকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছি।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ইএইচ

Link copied!