Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

জুলাই ২৬, ২০২৪, ১০:৫৬ এএম


মাটিরাঙ্গায় চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সদস্য মো. রিপন( ২৪) কে চোরাইকৃত ১টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৪ জুলাই), মাটিরাঙ্গা থানায় মামলা রুজু হওয়ার পর পর মাটিরাঙ্গা থানার চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত আসামি মো. রিপন (২৪), গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন– মো. রিপন (২৪)।

মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া এলাকার বাসিন্দা মৃত মাহবুবুল হক এর ছেলে।

গ্রেফতার আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে  এবং জব্দকৃত আলামত মাটিরাঙ্গা থানার পিআর মূলে থানা হেফাজতে আছে।

খাগড়াছড়ি জেলার পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক, চোরাচালান দমন এবং ক্লুলেস বিভিন্ন অপরাধের রহস্য উন্মোচনে যেকোনো অপরাধীদের দমনের জন্য জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ  করে যাচ্ছে বলে জানান– খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার)।


বিআরইউ

Link copied!