Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইন্দুরকানীতে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৪, ০২:১৫ পিএম


ইন্দুরকানীতে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ

পিরোজপুরের ইন্দুরকানীতে মাছ শিকারে গিয়ে ১ জেলে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ চন্ডিপুর এলাকার মো. আল আমীন মৃধা (৪৫) নিজ এলাকার নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানায়, আলআমীন প্রায়ই ঝাঁকি জাল নিয়ে পানগুছি নদীতে মাছ শিকার করত। বৃহস্পতিবার রাত ৯টায় প্রতিদিনের মতো মাছ শিকারে গেলে অদ্যাবধি সে ফিরে আসে নাই।

স্বজনরা জানায়, নিখোঁজের পর থেকে আমরা বিভিন্ন স্থানে তাকে খোঁজা খুঁজি করি। ট্রলার নিয়ে লোকজন নদীর বিভিন্ন প্রান্তে খোঁজ করছে। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায় নাই।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানায়, আল আমীন নিখোঁজের ব্যাপারে থানায় এখনো কোন সংবাদ দেওয়া হয় নাই।

ইএইচ

Link copied!