Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দোহারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দোহার নবাবগঞ্জ, (ঢাকা) প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ, (ঢাকা) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৪, ০৩:৪৭ পিএম


দোহারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের জালালপুর পাকা সড়ক সংলগ্ন খাল থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয়ধারী (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।

মৃত ব্যক্তির পরনে শার্ট ও পরনে লুঙ্গি ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণা লোকটি দিন মজুর হিসেবে কোথাও হয়ত কাজ করতো।

এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা ১১টার সময় জালালপুর পাঁকা সড়কের পাশে অবস্থিত খালে অজ্ঞাত ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখেন তারা। পরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি থেকে লাশটি উঠিয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন,  সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল জালালপুর সড়কের পাশে অবস্থিত খাল থেকে অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

ইএইচ

Link copied!