Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৪, ০৬:২২ পিএম


গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে (৫০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি গাংনী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের শাফায়েত আলীর চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসাদুজ্জামান বাবলু সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ভোমরদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেমের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নামে নাশকতার অভিযোগে গাংনী থানায় একটি মামলা রয়েছে।

আসাদুজ্জামান বাবলুকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!