Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

নাশকতায় বিএনপি-জামায়াত-ইউনূস গংরা জড়িত: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৪, ০৪:১১ পিএম


নাশকতায় বিএনপি-জামায়াত-ইউনূস গংরা জড়িত: নৌ প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নাশকতায় বিএনপি-জামাত- এবং স্বাধীনতা বিরোধী ইউনূস গংরা জড়িত। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই গংরা জড়িত।

শনিবার সকালে কোটা বিরোধীদের হামলায় ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ সব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জামাত-বিএনপি ইউনূস গংরা তারই ধারাবাহিকতায় এই কাজগুলি করে যাচ্ছে। বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বানানো জন্য অগ্নিসংযোগ লুটপাট সেই কাজগুলি তারা করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন পৃথিবীতে মাথা উঁচু করে দাড়িয়েছে, সেটাকে নামিয়ে দেয়া।

তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে স্বাধীনতা বিরোধীরা স্কুলড্রেস বানিয়ে নিজের গায়ে দিয়ে বাংলাদেশ জ্বালানোর চেষ্টা করেছিল। ১৮ সালে কোটা বিরোধী আন্দোলনে তারা একইভাবে চেষ্টা করেছে। সেদিন প্রধানমন্ত্রী ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেই কোটা প্রথা বাতিল করেছিল। ১৮ সালের সেই ঘটনা আবারো পুনরাবৃত্তি করে ছাত্রদের ব্যবহার করে বাংলাদেশকে পুড়িয়ে দেয়ার জ্বালিয়ে দেয়ার এবং তলাবিহীন ঝুঁডি বানানোর মহাপরিকল্পনা ছিল। কাজেই তাদের এই ধ্বংস বাংলাদেশের বিরুদ্ধে।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ অফিস দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ও জাতীয় সংসদ হুইপ ইবালুর রহিম এমপি পরিদর্শন করেন।

ইএইচ

Link copied!