কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৪, ০৪:২৬ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৪, ০৪:২৬ পিএম
নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক কয়েদি নবী হোসেনকে (৪৮) কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার ভোর ৬টায় ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার কয়েদি নবী হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক নবী হোসেন (৪৮) ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
শনিবার দুপুর সোয়া ৩টায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নবী হোসেন গত ১৯ জুলাই বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় যখন দুষ্কৃতকারীরা নরসিংদী জেলা কারাগারে আক্রমণ করে তখন সে সুকৌশলে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে নরসিংদী জেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে পায়ে হেঁটে আসে।
পরবর্তীতে সিএনজি যোগে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার নিজ বাড়িতে এসে আত্মগোপন করে।
র্যাব আরও জানায়, আসামি নবী হোসেন বেলাবো থানার ২০০৮ সালের ডাকাতি মামলার গ্রেপ্তারকৃত আসামি। সে নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা হাইওয়ে রোডে বাস ডাকাতির ঘটনায় জড়িত ছিল।
র্যাব আরও জানায়, আটক আসামিকে নরসিংদী জেলার বেলাবো থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
ইএইচ