Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৪, ০৫:৪০ পিএম


জামালপুরে কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় আনন্দ বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে জালিয়ারপাড় এলাকার ব্যবসায়ীরা এ খেলার আয়োজন করেন।

ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ তরফদার বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান প্রদীপ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম তরফদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাবেক ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন, আলতাফ হোসেন নাগর, মো. কেছমত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বেলাল হোসেন, মো. সোলাইমান হোসেন সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লেখক মো. বজলুর রহমান বাবুল।

খেলা পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আজিজুল হাকিম।

ফাইনাল খেলায় বুখুঞ্জা একাদশ বনাম ঢেউলিয়াবাড়ী একাদশ অংশগ্রহণ করে এতে বুখুঞ্জা একাদশ বিজয়ী হন।

ইএইচ

Link copied!