Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নৌ প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশনা দেওয়া ছিল না

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ২৭, ২০২৪, ০৬:০৫ পিএম


আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশনা দেওয়া ছিল না

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের গুলির নির্দেশনা দেওয়া ছিল না। কিন্তু রংপুরের ছাত্রটি কীভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো, সেটি তদন্তের বিষয়। আমরা সেটার সঠিক তদন্তের দাবি জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, একইসঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীকে কে বা কারা গুলি করেছে, আমরা তারও সুষ্ঠু বিচার দাবি করি। কারণ, ওই শিক্ষার্থী যেখানে গুলিবিদ্ধ হয়েছে, সেখানে তার যাওয়ার কথা নয়।

আজ শনিবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি পরিদর্শন করেন। গত ১৮ জুলাই আন্দোলনের সময় দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সভায় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী প্রমুখ।

স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা শ্লোগান দিই, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই। কিন্তু আমরা রাজপথে থাকতে পারি নাই। শ্লোগান দেবো অথচ রাজপথে থাকব না, সেটা হতে পারে না। রাজনীতি কোনো আয়েশ করার জায়গা নয়। আমি রাজনীতিতে নাম লিখিয়েছি মানে বৃহৎ জনগোষ্ঠীর কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি।’

বিএনপি ও জামায়াত–শিবিরকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর ষড়যন্ত্র বারবার এসেছে। কোনো ষড়যন্ত্রই তারা (বিএনপি) সফল হতে পারেনি বলেই একটি মীমাংসিত ইস্যুকে কেন্দ্র করে ছাত্রদের প্রতিবাদী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে তাঁরা বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ঢাকা শহরে তারা যা করেছে, এটা কোন বিবেকবান মানুষ, স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনাকামী মানুষ করতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগও নানা ইস্যুতে আন্দোলন-সংগ্রাম করেছে, কিন্তু কখনো কোনো অফিস-আদালত ভাঙচুর ও আগুন সন্ত্রাস করে নাই।’

আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি চালানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে এই হত্যাকাণ্ড আমাদের ওপর, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপিয়ে দেওয়ার দৃঢ় চেষ্টা করা হচ্ছে। যে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে নানা ধরনের বিপদ থেকে রক্ষা করছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে। আজকে সেই আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যে সেনাবাহিনী শান্তি মিশনে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ডর দ্বারা দেশের প্রশংসা কুড়িয়েছে, আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা ভিডিও কনটেন্ট বানিয়ে সেগুলো প্রচার করা হচ্ছে।’

নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবির কেন পৃথিবীর এমন কেউ নাই যারা আমাদের পরাজিত করবে।’

বিআরইউ

Link copied!