Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সহিংসতাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৪, ০৭:১৪ পিএম


সহিংসতাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তারা কোনোদিন সফল হতে পারবে না। দেশের সম্পদ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। যারা নৈরাজ্য সৃষ্টি করে আগুন সন্ত্রাস করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

বলেন- শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। কোন বাঁধাকে ভয় পায় না বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীরা।

শনিবার আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের জরুরি সভা এবং জলির নগর থেকে শুরু হওয়া সাহেব বিবি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাউজান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সমৃদ্ধ বাংলাদেশের কোন ক্ষতি হতে দেবো না। যারা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করছে তাদের দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।

যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন— উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কাজী ইকবাল, শাহাজান ইকবাল, কামরুল হাসান বাহাদুর, শাহা আলম চৌধুরী, বশির উদ্দিন খান, নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ খান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, আওয়ামী লীগ নেতা রুনু ভট্টাচার্য্য, জিয়াউল হক চৌধুরী সুমন, আবদুল লতিফ, অশোক পালিত, মফজ্জল হোসেন, হাসান মোহাম্মদ রাসেল, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আজিজ উদ্দিন ইমু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবনেতা তপন দে, সৈয়দ সাজেদুল করিম সাজু, মিটু চৌধুরী, আবু ছালেক, সালাউদ্দিন তালুকদার, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, ইমারান হোসাইন ইমু, অ্যাডভোকেট সাহেদ উল্লাহ জনি, ফজলুল করিম ফজু, ধীলন মুহুরি, পৌর ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি অনুপ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, মনির তালুকদার, সাবেক ইউপি সদস্য ইখতিয়ার উদ্দিন, মনির হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!