Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাসব্যাপী কর্মসূচি সফল করতে অভয়নগরে প্রস্তুতিমূলক সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৪, ০৭:২০ পিএম


মাসব্যাপী কর্মসূচি সফল করতে অভয়নগরে প্রস্তুতিমূলক সভা

শোকের মাস আগস্ট। সেই আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে আওয়ামী লীগ প্রস্তুতিমূলক সভা করেছে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকালে দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সহ-সভাপতি ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, খান এ কামাল হাচান, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিন্টু, গাজী রুহুল আমিন, গোলাম জহিরুল হক লিখন, সৈয়দ কবীর হোসেন জনি, কাজী গোলাম কুদ্দুস টিপু, আকরামুজ্জামান কুদ্দুস, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সরদার, সৈয়দ মনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, কৃষকলীগ নেতা মুন্সী আব্দুল মাজেদ, ফারাজী মনির হাসান তাপস, স্বেচ্ছাসেবকলীগ নেতা সফি কামালসহ উপজেলা, ইউনিয়ন, নওয়াপাড়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!