Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

হুইপ ইকবালুর রহিম

বাংলাদেশকে একটি অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৪, ০৪:০৫ পিএম


বাংলাদেশকে একটি অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াত

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত-বিএনপি, শিবির যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল এই বিএনপি-জামায়াত।

রোববার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, যারা এই অরাজকতা সৃষ্টি করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সর্বক্ষেত্রে সচেতনতামূলক সভা সমাবেশ সৃষ্টি করতে হবে। মাদরাসা, স্কুল, কলেজের নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সচেতনতামূলক কাজ করতে হবে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান, সেনাবাহিনীর ২০ বীর অধিনায়ক লে. কর্নেল মো. রওশনুল ইসলাম, ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, সাবেক এমপি সুলতানা বুলবুল, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রেসক্লাব, আইনজীবী, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গণপূর্ত, নেসকো, শিক্ষা প্রকৌশল, সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ।

ইএইচ

Link copied!