Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৪, ০৬:২২ পিএম


নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকার নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত ২১ আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে রোববার বেলা ১১টায় বাহিনীর সদর দপ্তর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অধিনায়ক ফেরদৌস আহাম্মদ ও কোম্পানি কমান্ডার মো. মুসা চৌধুরী।

বৃক্ষরোপণ অভিযান উপলক্ষ্যে অনুষ্ঠানে আনসার ব্যাটালিয়নের কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পরিবেশ মেলা-২০২৪ সহ জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় রোববার নবাবগঞ্জে ২১ আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ. ফলদ গাছের চারা রোপণ করেন। গাছ পরিবেশকের ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তাই আমাদের সকলকে পরিবেশে ও জীববৈচিত্র রক্ষায় গাছ লাগাতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তা ও সদস্যগণ কর্মসূচি সফল করতে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!