Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সালথায় ভিজিটরদের মাঝে চেয়ার-টেবিল বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৪, ০৬:৩৫ পিএম


সালথায় ভিজিটরদের মাঝে চেয়ার-টেবিল বিতরণ

ফরিদপুরের সালথায় মাসিক অগ্রগতি, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা, কিশোর-কিশোরীর স্বাস্থ্য সেবা ও বিভাগীয় অন্যান্য সেবা এবং কার্যক্রম বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে এ সভা করা হয়।

সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. মো. জুবায়ের হোসেন, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. হাসানুজ্জামান সবুজসহ বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, ভিজিটরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউনিয়ন ভিজিটরদের মাঝে চেয়ার ও টেবিল বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!