Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাঁচতে চায় রাজমিস্ত্রী মিঠু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৪, ০৭:১৬ পিএম


বাঁচতে চায় রাজমিস্ত্রী মিঠু

যার আয়ে চলতো চার জনের সংসার সে কিনা আজ নিজেই সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। বলছি পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর এতিমখানা এলাকার রাজমিস্ত্রী কামরুল ইসলাম মিঠুর কথা।

পরিবারে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে কোন রকমের সংসার চলতো মিঠুর। বেশ কিছুদিন আগে থেকেই ডান রানের উপরের অংশে ব্যথা অনুভব হলে ব্যথানাশক ওষুধ খেয়ে কাজ করতো রাজমিস্ত্রী মিঠু। এর কিছুদিন পর ডান রানের উপরের অংশে টিউমারের মতো দেখা দিলে ধীরে ধীরে বড় হয়ে অসহনীয় ব্যথা করতো মিঠুর।

একপর্যায়ে টিউমার বড় হওয়ায় সেটা মিড টাউন হাসপাতাল বরিশালে অপারেশন করেন। টিউমারের কাটা অংশ টেস্ট করলে তাতে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে বলে বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করেন।

বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকাতে ডা. নিশাত মেহজাবিনের তত্ত্বাবধানে রয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ১২টি কেমোথেরাপি দেওয়ার কথা বলেন। বর্তমানে মিঠু ধারদেনা করে ইতোমধ্যে ২টি কেমোথেরাপি দিয়েছে। প্রতিমাসে ২টি কেমোথেরাপি দিতে হবে বলে চিকিৎসক জানিয়েছে।

প্রত্যেক কেমোথেরাপি ও ওষুধ বাবদ খরচ মাসে প্রায় ৩২ হাজার টাকা। যা দিনমজুর রাজমিস্ত্রী মিঠুর পক্ষে কোনোভাবে জোগাড় করা সম্ভব না। সমাজের কোন হৃদয়বান বা বিত্তবান মানুষ যদি একটু একটু করে সহযোগিতা করলে হয়ত বেঁচে যেতে পারে দিনমজুর মিঠুর জীবন।

কামরুল ইসলাম মিঠুকে সহায়তা করতে পারেন বিকাশ নম্বর (মিঠু) ০১৭২৮১৯৫৩৫৩ নগদ নম্বর (ভাই) ০১৭৩৫২৬৭৩৭৪ ব্যাংক হিসাব নং জাহানারা বেগম (স্ত্রী) সঞ্চয়ী হিসাব নাম্বার- ৭৪৯৬ খেপুপাড়া শাখা, রূপালী ব্যাংক।

ইএইচ

Link copied!