নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৪, ০৭:৫৬ পিএম
নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৪, ০৭:৫৬ পিএম
নোয়াখালীসহ সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের ঐক্য ও প্রতিবাদ সমাবেশ করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
পরে সমাবেশ শেষে এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। মিছিলটি মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে।
রোববার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঐক্য ও শান্তি সমাবেশে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জামাত বিএনপির সন্ত্রাসীরা মনে করেছিল যে এ সুযোগে তারা সারাদেশে লাগাতার সহিংস তাণ্ডব, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে তারা ক্ষমতায় যাবে। কিন্তু বাংলার মানুষ তা হতে দেয়নি। দেশের পুলিশ প্রশাসন তা শক্ত হাতে দমন করেছে। বঙ্গবন্ধু আমাদেরকে দিয়েছেন স্বাধীনতা আর তার কন্যা দেশরত্ন শেখ হাসিনা দিয়েছেন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। এদেশকে ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজনে আমরা আরেকবার নতুন করে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করবো।
এ সময় ঐক্য ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও এপিপি এ্যাড. আলতাফ হোসেন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও নোয়াখালী কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. গুলজার আহমেদ জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান নাসের, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রকি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন, আবুল হাসনাত আদনান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খালেদ মোশাররফ রাজু, অশ্বদিয়া ইউনিয়ন আ`লীগের সাধারণ সম্পাদক নাসীম মাহমুদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন, চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ`লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী প্রমুখ।
ইএইচ