Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

ট্রলার ডুবির একদিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ৩ শ্রমিক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৪, ০৮:৩৬ পিএম


ট্রলার ডুবির একদিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ৩ শ্রমিক

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙন রোধে ব্লক ফেলার সময় ট্রলার থেকে পড়ে যাওয়ার একদিন পেরিয়ে গেলেও নিখোঁজ শ্রমিকদের সন্ধান পাননি ফায়ার সার্ভিস।

রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকির হোসেন।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজারের নতুন খামারকান্দি এলাকায় তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ৩ শ্রমিক হলেন- গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাগুরিয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে আতোয়ার হোসেন (৪০), ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৪৫) ও একই এলাকার অব্দুর যোব্বারের ছেলে আব্দুর রশিদ (৪২)।

জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন। নিখোঁজ তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

ইএইচ

Link copied!