Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অস্ত্র মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৪, ০৯:৪৫ এএম


অস্ত্র মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়ের করা অস্ত্র মামলায় ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল হক এ রায় দেন।

রায়ের দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চাষাড়ার মিশনপাড়া এলাকার নাজির হোসেন বাবুলের ছেলে নাজমুল হোসেন (৩১) ও ফতুল্লা এলাকার ফজল আলীর ছেলে আল-আমীন (৩০)।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রসিদ। বলেন, সাক্ষ্য প্রমাণসাপেক্ষে আদালত দুইজনকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরই সালাউদ্দিন সুইট বলেন- ২০১৪ সালের ২৩ নভেম্বর একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি বিক্রির সময় হাতে নাতে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাদের দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

ইএইচ

Link copied!