Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

নবাবগঞ্জে জামাত শিবিরের নেতাদের ৩ দিনের রিমান্ড

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৪, ০৪:২৬ পিএম


নবাবগঞ্জে জামাত শিবিরের নেতাদের ৩ দিনের রিমান্ড

ঢাকার নবাবগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে জামায়েত ইসলামির উপজেলা নায়েবে আমিরসহ ছাত্র শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শনিবার বিকালে উপজেলার কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করলে ঢাকা জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এদের প্রত্যেককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামায়েত ইসলামী নবাবগঞ্জ থানা পশ্চিমের নায়েবে আমির মো. হারুন অর রশিদ (৪৯), নবাবগঞ্জ থানার ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন আমান (২৩), সেক্রেটারি শাহরিয়ার মুরসালিন অনিক (২১), অর্থ বিষয়ক সম্পাদক তামিম ইউসুফ (১৯), সাথী সদস্য জাকির হোসেন (২১) ও তৌফিকুল তাহসিন মাহি ওরফে আবু হুরায়রা (২০)।

নবাবগঞ্জ থানার ওসি শাহ জালাল বলেন, সাধারণ ছাত্রদের ডাকা কোটা আন্দোলনের সময় গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের একাধিক প্রমাণ পায়। তার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ইএইচ

Link copied!