Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জন্ম-মুত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত মাটিরাঙ্গা উপজেলা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৪, ০৪:৩৬ পিএম


জন্ম-মুত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত মাটিরাঙ্গা উপজেলা

অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলা টাস্কফোর্স কমিটির সভায় খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ উপজেলা হওয়ার গৌরব অর্জন করেছে মাটিরাঙ্গা উপজেলা।

রোববার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়ায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব নাজমুল আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলা পর্যায়ে মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউপি প্রথম স্থান অর্জন করে।

মাটিরাঙ্গা সদর ইউপি সচিব, গ্রাম পুলিশ, উদ্যোক্তা, চেয়ারম্যান, হেমেন্দ্র ত্রিপুরার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী জানান, সরকারের আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে সব শিশুদের জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। পাশাপাশি যে কোনো নাগরিকের মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করারও বাধ্যবাধকতা রয়েছে। সরকারের এ উদ্যোগকে সফল করতে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের দিকনির্দেশনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিব, উদ্যোক্তা, জনপ্রতিনিধিদের সমন্বিত চেষ্টায় এ সফলতা এসেছে। আগামীতেও মাটিরাঙ্গা উপজেলা অগ্রগামী ভূমিকায় থাকবে বলেও আশা করেন তিনি।

ইএইচ

Link copied!