Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ভেড়ামারায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৪, ০৪:৫২ পিএম


ভেড়ামারায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ভেড়ামারা উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন।

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, ডাক্তার মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা প্রকৌশলী ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর ছাত্তার, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর রব, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জব্বার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা,  সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক প্রমুখ।

ইএইচ

Link copied!