Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে ফের আন্দোলনের চেষ্টা, আটক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

জুলাই ২৯, ২০২৪, ০৬:০৫ পিএম


চট্টগ্রামে ফের আন্দোলনের চেষ্টা, আটক

চট্টগ্রাম নগরীর সাংবাদিক পাড়া হিসেবে খ্যাত চেরাগি পাহড় মোড় নামক স্থানে ফের আন্দোলনের চেষ্টা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করেন এবং কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন— বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন, বাকলিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুলহাজ হোসেন এবং চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী মো. নজরুল।

আজ বিকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন,কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘গুম, খুন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওই সমাবেশের ঘোষণা দেন তারা।

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত ফোর্স।

চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায় এবং আন্দোলনকারীদের গুম, খুন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

‘আমরা দল, মত, নির্বিশেষে চট্টগ্রামের সর্বস্তরের আপামর জনতাকে আজকের কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান করেছি

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, ‘জামালখান এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।’

আরএস

Link copied!