Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানিকছড়িতে চোলাইমদসহ মাদক কারবারি গ্রেফতার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৪, ০৭:২৮ পিএম


মানিকছড়িতে চোলাইমদসহ মাদক কারবারি গ্রেফতার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ কাউছার মামুন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ একটি সিএনজি জব্দ

রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার একটি চৌকস দল মানিকছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন মানিকছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহামুনি ব্র্যাক অফিস সংলগ্ন মলঙ্গীপাড়া টু তালতলা মহামুনি গামী ইটের সলিং রাস্তার উপ চেকপোস্ট স্থাপন করে সিএনজি গাড়ি আটকর্পূবক আসামি কাউছার মামুন (২৮) কে ১২০লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী-কাউছার মামুন( ২৮) মানিকছড়ি উপজেলার মৌলভীপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন, ছেলে।

আসামিকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহণ করা হয়। বর্ণিত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরএস


 

Link copied!