Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ৩০, ২০২৪, ০১:৩০ পিএম


খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিববাড়ি মোড়ে অবস্থান নেন।

অবরোধকারী শিক্ষার্থীরা, ‘তুমি কে? আমি কে? বিকল্প বিকল্প‍‍`, এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, স্টেপ ডাউন শেখ হাসিনা, আমার ভাই মরল কেন শেখ হাসিনার জবাব দে, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনে স্থানীয় লোকজনকেও একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে শ্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়ে আমাদের হত্যা করা হচ্ছে। আন্দোলন গুলি করে শিক্ষার্থীদের মেরেছে পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলনে যে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছে তা নজিরবিহীন। এই নৃশংসতায় সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

সকাল থেকে শিববাড়ি মোড়ে ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) তাজুল ইসলাম বলেন, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিআরইউ

Link copied!