Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মৌলভীবাজার পৌরসভার চলতি অর্থবছরের বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার প্রতিনিধি:

জুলাই ৩০, ২০২৪, ০৩:০০ পিএম


মৌলভীবাজার পৌরসভার চলতি অর্থবছরের বাজেট ঘোষণা

মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের কোনো নতুন কর আরোপ ছাড়াই ১শ ৫০ কোটি ৮৫ লক্ষ ৭৩ হাজার টাকার  প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই)  দুপুরে পৌরসভা হল রুমে বাজেট ঘোষণা করে পৌর মেয়র মো. ফজলুর রহমান।

পৌরসভার রাজস্ব আয় ১৬কোটি ৪ লক্ষ ৭৮ হাজার ৪শ ৪২ টাকা । রাজস্ব ব্যয় ১৫ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার ৩শ৫১ টাকা । উন্নয়ন খাতে আয় ১শ ৩৩ কোটি ৫০ লক্ষ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে ব্যয় ১শ ৩৩ কোটি ৪৯ লক্ষ ৭১ হাজার টাকা। মূলধনি খাতে আয় ১কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৪ শ ৮২ টাকা মূলধনি খাতে ব্যয় ১ কোটি ১৩ লক্ষ ৬ হাজার ৮শ ৩৩ টাকা।

পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান,পৌর কাউন্সিলর আনিছুজ্জাম্মান বায়েছ,প্রেসক্লাবের সহ- সভাপতি নুরুল ইসলাস শেফুল,সাধারণ সম্পাদক পান্না দত্ত,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী,সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন,সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ প্রমুখ।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিনক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে শহিদ ছাত্রদের স্মৃতির স্মরণে নীরবতা পালন করা হয়।

বিআরইউ

Link copied!